‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায়

‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায়

একুশে সিলেট ডেস্ক
‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) এটি আবেদন জমা পড়েছে। দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। একজন নির্বাচিত সংসদ সদস্যের পরিচয় যুক্ত করার শর্ত পূরণ করে আবেদন করা হয়েছে। দলের একক সংগঠক এবং একমাত্র সদস্য হিসেবে দাবি করে দলটির নিবন্ধন আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। কে তিনি?

গতকাল সোমবার নির্বাচন কমিশনে দাখিল করা জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী-উজ্জল রায়ের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায় ও মায়ের নাম পারুল রায়। ২৮ সেপ্টেম্বর ১৯৯৮ সালে তাঁর জন্ম। সেই হিসাবে উজ্জল রায়ের বয়স ২৭ বছর।

উজ্জল রায় ইসিতে তিনি জানিয়েছেন, গতকাল ২৪ মার্চই দলটি গঠন করা হয়েছে। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। দলটির সভাপতি তিনি।

নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) নাম যুক্ত করেছেন উজ্জল রায়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে উজ্জল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি। তখন দেখা করতে পারিনি। আমি ওই আসনে নির্বাচন করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন আবেদন করেছি।’

উজ্জল রায় আরও বলেন, ‘আমি এখানে নির্বাচন করতে চাই। এ জন্য ইসিতে আবেদন করেছি। সারা দেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার, তা আমার নেই। এ জন্য আমি একাই কাজ করব।’

বাংলাদেশ আওয়ামী লীগ নামে বর্তমানে নির্বাচন কমিশনে নৌকা প্রতীকে একটি দল নিবন্ধিত রয়েছে। নতুন কোনো দলের নিবন্ধনের জন্য আবেদনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ইসি।

‘আওয়ামী লিগ’ নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন এবং বিধি আছে, তা পর্যবেক্ষণ করে-সমস্ত শর্ত পূরণ থাকলে নিবন্ধন দেওয়া হয়। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাঁকে গ্রহণ করতে পারব না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff