সর্বশেষ :
❝আমাদের গল্প বলতে থাকো যতক্ষন না ফিলিস্তিন স্বাধীন হয়❞ ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করেন ২ নারী, পরিচয় ফাঁস করল বিবিসি অবসরে যাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায় ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির রাজের প্রেমে সামান্থা লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে : কামরুল ঢাকা আনা হচ্ছে তামিমকে
ঢাকা আনা হচ্ছে তামিমকে

ঢাকা আনা হচ্ছে তামিমকে

একুশে স্পোর্টস
গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে সন্ধ্যায় ঢাকা আনা হচ্ছে। এ বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন মোহামেডানের মেম্বার সেক্রেটারি ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান।

তিনি বলেন, ‘এটা পারিবারিক সিদ্ধান্ত। ডাক্তারদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতারের পর তামিমে ঢাকা নিয়ে আসা হবে। সর্বোচ্চ মহল থেকে তাকে পুলিশ প্রটোকল দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পুরো রাস্তায় যানজট। ইফতারের পর রাস্তা ফাঁকা থাকে বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে ইতিমধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে আজ দুপুরে তামিমকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। এরপর তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘আজকে সকালে তাঁর ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনো সমস্যাই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। আবারও এবনরমাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম। এক শতাংশেরও কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে ওই রোগীর জন্য তো শতভাগ ঝুঁকি। তামিম তো তামিম। আমাদের জাতীয় সম্পদ। ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁর (কেপিজে হাসপাতালে) একটু থাকা উচিত। তারপর তিনি মুভ করতে পারবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff