একুশে স্পোর্টস
গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে সন্ধ্যায় ঢাকা আনা হচ্ছে। এ বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন মোহামেডানের মেম্বার সেক্রেটারি ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান।
তিনি বলেন, ‘এটা পারিবারিক সিদ্ধান্ত। ডাক্তারদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতারের পর তামিমে ঢাকা নিয়ে আসা হবে। সর্বোচ্চ মহল থেকে তাকে পুলিশ প্রটোকল দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পুরো রাস্তায় যানজট। ইফতারের পর রাস্তা ফাঁকা থাকে বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জানা গেছে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে ইতিমধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে তামিমকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। এরপর তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘আজকে সকালে তাঁর ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনো সমস্যাই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। আবারও এবনরমাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম। এক শতাংশেরও কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে ওই রোগীর জন্য তো শতভাগ ঝুঁকি। তামিম তো তামিম। আমাদের জাতীয় সম্পদ। ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁর (কেপিজে হাসপাতালে) একটু থাকা উচিত। তারপর তিনি মুভ করতে পারবে।’
Leave a Reply