শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এলামনাইদের সংগঠন ‘পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই ওয়েলফেয়ার এসোসিয়েশন’র (পিএসএডব্লিউএ) উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে অর্থ উপহার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ মার্চ) রাজধানীর মতিঝিলস্থ রূপচাঁদা হোটেলে এ অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি তাইমুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ শরীফ আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রায় শতাধিক উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ততা লাভ করে। এসময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের মুনা কাওসার, মরিয়ম ফাতেমা ডলি সহ বিভিন্ন ব্যাচের এলামনাইগণ উপস্থিত ছিলেন এবং সংগঠন কর্তৃক আয়োজিত এ মানবিক কাজের প্রশংসা করেন।
পিএসএডব্লিউএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারো আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। এ আয়োজনের মাধ্যমে আমাদের বিভাগের এলামনাইদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফতারের পাশাপাশি এবার আমরা ৫০জন দুস্থদের ইফতার করিয়েছি এবং তাদেরকে অর্থ উপহার প্রদান করেছি। এ আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ইফতারপূর্ব দোয়ায় দেশ ও জাতির কল্যাণ ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
Leave a Reply