সর্বশেষ :
সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২১ সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আরেক সাংবাদিক হুমায়ুন গ্রেফতার যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে : মুক্তাদির গাজায় হত্যার প্রতিবাদে উত্তাল ইসরায়েলের রাজপথ! ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স তাহিরপুর থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফ্যাসিস্ট আ.লীগকে আর প্রত্যাবর্তনের জন্য ষড়যন্ত্র চলছে, কোনো সুযোগ দেয়া হবে না : আনিসুল ঠিকানা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের মালিকানা সমস্থ জনগণের : বিশ্বনাথে মুনতাসির আলী সুনামগঞ্জে জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন
যারা বলছেন আওয়ামী লীগ ফিরবে তারা দিবাস্বপ্ন দেখছেন : অ্যাডভোকেট জামান

যারা বলছেন আওয়ামী লীগ ফিরবে তারা দিবাস্বপ্ন দেখছেন : অ্যাডভোকেট জামান

একুশে সিলেট ডেস্ক
কেন্দ্রীয় বিএনপির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, দীর্ঘ দেড় যুগের সংগ্রামের পরে জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের সন্তানতুল্য ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৮শ’ রানৈতিক কর্মী গুম হয়েছে, হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে। শা্পলা চত্বরে আমাদের আলেম-ওলামাদের উপর বর্বব হত্যাকাণ্ড চালানো হয়েছে। মানুষ কোনও ওয়াজ মাহফিল করতে পারত না, কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে পারত না। মানুষের বাক স্বাধীনতা ভুলণ্ঠিত হয়েগিয়েছিল। জুলা্ই-আগস্টের গণ আন্দোলনে আমাদের ছেলে-মেয়েরা এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছে।

তিনি আরো বলেন, আজকে অনেকেই স্বৈরাশাসনের পক্ষে নরম সুরে কথা বলেন। অনেকেই নানা ভাবে গুজব ছড়াচ্ছেন আওয়ামী লীগ চলে আসবে, তাদের বলবো আপনারা দিবাস্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন কোন দিন পূরণ হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে রক্ত দিয়ে প্রতিহত করব।

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান আরো বলেন, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা থাকলে তারা দেশ থেকে পালাত না। আওয়ামী লীগ ক্লিনিক্যালি ডেড, জীবিত হওয়ার সুযোগ নাই। সুতরাং আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

তিনি শনিবার (২১শে মার্চ) জৈন্তাপুরে ৫নং ফতেপুর ইউনিয়ন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াসের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাখেন সিলেটে জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর, আইনজীবী মাশরুর চৌধুরী সৈকত, জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, সাবেক আহ্বায়ক এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি সুয়েল আহমেদ, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জামিল আহমেদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম, রুমেল আহমেদ, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদল নেতা দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, এমাদ উদ্দিন এনাম, জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন উজ্জল, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতি সম্পাদক হিলাল উদ্দিন শিপু, জেলা ছাত্রদল নেতা ও সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেল, আছনাত উদ্দিন জাহিন, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড শ্রমিকদলের সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক উসমান আলী, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী মেম্বার, দরবস্ত ইউনিয়ন যুবদলের সভাপতি নাসির উদ্দীন, দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জাকারিয়া, সাদিক আহমেদ, নাসির আহমেদ, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, সদস্য নাইম আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য জাকারিয়া (ক্যাপ্টিন), আরিফ উদ্দিন, শরিফ উদ্দিন, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, সদস্য মামুন আহমেদ, কামরান আহমেদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার আমীর হাফিজ কামরুল ইসলাম বাবর, সাবেক আমীর এইচএম জাকির, সদস্য রাসেল আহমেদ, আমিনুল এহসান, উপজেলা জাসাস’র সহসভাপতি ইসমাইল আলী ইয়াছা, সহসাধারণ সম্পাদক সালমান আহমেদ, আরিফ উদ্দিন আকিল, জুয়েল আহমেদ, সাদিকুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff