গাজায় ইসরায়েলি হামলা : দুই দিনে প্রাণ গেলো ৯৭০ জনের

গাজায় ইসরায়েলি হামলা : দুই দিনে প্রাণ গেলো ৯৭০ জনের

আন্তজার্তিক ডেস্ক
ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার এ দুই দিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭০ জনে দাঁড়িয়েছে।

খবর ফ্রান্স২৪.কমের।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় জাতিসংঘের ভবনে বিমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। হামাস কর্মকর্তারা জানান, ওই হামলায় এক বিদেশি কর্মী নিহত হন। আহত হন পাঁচজন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেন, গাজায় সংঘাত চলা অঞ্চলগুলো থেকে শিগগিরই ফিলিস্তিনিদের সরে যেতে বলবে ইসরায়েলি বাহিনী। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

এক বিবৃতিতে কাৎজ বলেন, গাজায় থাকা জিম্মিদের যদি মুক্তি দেওয়া না হয়, ইসরায়েল এমনভাবে হামলা চালাবে, যা এর আগে দেখা যায়নি।

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একযোগে ১০০টি হামলা চালিয়ে অন্তত ৪৩৬ জনকে হত্যা করে। কার্যত এর মাধ্যমেই হামাসের সঙ্গে দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির ইতি ঘটে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা করেন, গাজায় নতুন করে শুরু হওয়া হামলা কেবলমাত্র শুরু। হামাসের ধ্বংস ও সব বন্দির মুক্তি—অর্জন না করা পর্যন্ত ইসরায়েল অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff