শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শাবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহন ও দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স প্রমুখ।
সাক্ষাৎকালে শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করে। বিগত বছরগুলোতে ক্যাম্পাসে কাজ করতে বিভিন্ন চড়াই উৎড়াই পার করতে হয়েছে নেতাকর্মীদের। জুলাই অভ্যূত্থান পরবর্তী নতুনভাবে আমরা কাজ শুরু করতে পেরেছি। কেন্দ্রীয় ছাত্রদল আমাদেরকে শাবি ইউনিটের দায়িত্ব দিয়েছে। আমরা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চালিয়ে যাবো। এতে শাবি প্রেসক্লাবের সহযোগিতা কামনা করছি। আশাকরি, সাংবাদিকরা পাশে থেকে আমাদের কাজগুলোকে জনসম্মুখে তুলে ধরবেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, ছাত্ররাজনীতি হোক ছাত্রদের সামগ্রিক কল্যাণের জন্য। বিগত সময়গুলোতে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির সুফল ভোগ করতে পারেনি বরং নোংরা রাজনীতির শিকার হয়েছে। ফলে এখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ইতিবাচকভাবে নিচ্ছে না। আশাকরি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছাত্রদল নেতৃবৃন্দের সরব ভুমিকা থাকবে এবং ক্যাম্পাসে সুন্দর ও সুশৃঙ্খল রাজনীতি চর্চা করবে। এতে শাবি প্রেসক্লাব পাশে থাকবে।
এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ, সাধারণ সদস্য নোমান ফয়সাল ও মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।
Leave a Reply