শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র উদ্যোগে ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষের মধ্যে নতুন ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট সংলগ্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চালনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম।
সঞ্চালনের সভাপতি মো. নাদিমুল বলেন, সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষের মধ্যে নতুন পোশাক হিসেবে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি এবং শার্ট বিতরণ করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি মানবিক দায়িত্ব পালনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সঞ্চালনের এই মহতী উদ্যোগ কেবল মানবিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি আরও সম্প্রসারিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এই কার্যক্রমের পরিসর বৃদ্ধিতে সর্বদা সহযোগিতা প্রদান করবে।”
Leave a Reply