একুশে সিলটে ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, শুধু রমজান মাসের রোজার মাধ্যমে তাক্বওয়া অর্জন নয়। প্রতিটি ইবাদতে তাক্বওয়া অর্জন করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) ওমান কেন্দ্রীয় জমিয়তের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওমান কেন্দ্রীয় জমিয়তের সভাপতি মাওলানা রশীদ আহমদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান এর যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আশিকুর রাহমান,
দলীয় সংগীত পরিচালনা করেন ওমান জমিয়তের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওমান কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আরশাদ বিন ফরিদ, সহসভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলাম হাটহাজারী, কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা শিব্বির বিন ইয়াকুব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ উল্লাহ আল হাসান, মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আশিকুর রাহমান, মাওলানা হারুনুর রশিদ ফোয়াদ, মাওলানা রুহুল বিন শামসুল হক, মাওলানা শরিয়ত উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ ওসমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শুহুদ আহমদ চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আমিন বিন সালাম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আলী আহমদ, দফতর সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ শাকির আহমদ, হাফিজ আবু রায়হান, হাফিজ রিয়াজ আহমদ প্রমূখ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার সমাপ্তি ঘটে।a
Leave a Reply