শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন: ড্রাইভার্স এন্ড চ্যালেঞ্জেস অব ওবিই কারিকুলাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় আইকিউএসির কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ‘এখানে অন্তর্ভুক্ত বিভাগগুলো আমাদের সমাজের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। বিশেষ করে, বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্ব অপরিসীম। যদি কোনো সমস্যা হয়, তাহলে দলবদ্ধভাবে পড়াশোনা করতে হবে এবং একে অপরকে সহায়তা করতে হবে। তোমাদের একাডেমিক উৎকর্ষের জন্য বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করা উচিত।
তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, তা আমাদের লিখিতভাবে জানালে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তোমাদের ক্লাসে মনোযোগী হতে হবে এবং শেখার প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
উপাচার্য বলেন, আমি আশা করি, তোমরা এই ওয়ার্কশপ থেকে মূল্যবান জ্ঞান অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে তোমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মশালায় শাবিপ্রবি’র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ, সমাজকর্ম বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ এবং বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ০৪ (চার) জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।
Leave a Reply