জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ই মার্চ) উপজেলার আলুবাগান জৈন্তিয়া হিল রিসোর্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অথিতিবৃন্দ বক্তব্যে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের অনিয়ম, অব্যাবস্থাপনাকে তুলে ধরার পাশাপাশি সমাজের সফল উদ্যোক্তা ও তাদের সাফল্য গাঁধা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

বক্তব্যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি রমজানের তাৎপর্যকে সকলের সামনে তুলে ধরার আহবান জানান।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারি জেনারেল রফিক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আনোয়ারুল আম্বিয়া।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, উপদেষ্টা মন্ডলির সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, নাজমুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শুয়াইবুর রহমান, সহ সভাপতি রাসেল মাহফুজ, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, সদস্য তোফায়েল আহমেদ, মো. ইমাম উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ্, মুরাদ হাসান সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা করে আলহাজ্ব জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff