আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে শাবিপ্রবি শিক্ষার্থীদের গোল্ড-সিলভার-ব্রোঞ্জ অর্জন

আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে শাবিপ্রবি শিক্ষার্থীদের গোল্ড-সিলভার-ব্রোঞ্জ অর্জন

শাবিপ্রবি প্রতিনিধি
আন্তর্জাতিক যুব গণিত চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) ২০২৪-এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য দেখিয়েছে। এবারের আসরে শাবিপ্রবির শিক্ষার্থীরা ২টি গোল্ড অনার, ৩টি সিলভার অনার ও ৩টি ব্রোঞ্জ অনার অর্জন করেছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাস্ট ইউনিটের তত্ত্ববধায়ক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান সাগর।

তিনি বলেন, এ প্রতিযোগিতায় শাবিপ্রবি থেকে মোট ২৮ জন অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১৭ জন ফাইনালে উত্তীর্ণ হয় এবং ১৬ জন বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। এছাড়া গণিত জনপ্রিয়করণে বিশেষ অবদানের জন্য ‘অ্যাম্বাসাডর এওয়ার্ড ফর এক্সিলেন্ট এনকারেজমেন্ট’  অর্জন করেছেন শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ। এই অ্যাওয়ার্ড এবার বিশ্বব্যাপী মাত্র ৬ জন পেয়েছেন।

পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গোল্ড অনার জয়ী ২০১৮-১৯ সেশনের মেসকাত জাহান ঝুমু, ২০২১-২২ সেশনের আরাদ খান,  সিলভার অনার জয়ী ২০১৯-২০ সেশনের মো. আবুল হাসনাত, মো. মাহবুবুর রহমান, ২০২১-২২ সেশনের শারমিন জান্নাত মুন্নি, ২০২২-২৩ সেশনের হুমায়রা বেগম জুঁই ও কাজী তাসমিয়া বিনতে ইমাম, ব্রোঞ্জ অনার জয়ী পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের নাফিসা নুজহাত, গণিত বিভাগের ২০২০-২১ সেশনের সামিয়া বিনতে এহসান, ২০২৩-২৪ সেশনের ব্রজ দুলাল সাহা প্রীতম।

এছাড়া শাবিপ্রবির বাইরে সিলেট অঞ্চল থেকে গোল্ড অনার প্রাপ্ত দুইজন সিলেটের মুরারীচাঁদ কলেজের তাপসী আনিকা ইসলাম ও আনন্দনিকেতন স্কুলের নারমিন রেজওয়ানা।

উল্লেখ্য, এ বছর আন্তর্জাতিক যুব গণিত প্রতিযোগিতায় ৫ হাজার ২৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি ধাপে (বাছাই পর্ব, প্রি-ফাইনাল পর্ব, ফাইনাল পর্ব) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ফাইনালে ১৩২০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়। গত ২৬ ফেব্রুয়ারি ফাইনাল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff