সর্বশেষ :
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ রুখে দিবে: ব্যারিস্টার আবু সায়েম ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, ৩ দিনের আল্টিমেটাল প্রদান ইতালিতে চাকরির লোভ দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা কুশিয়ারার বালু ব্যবসায়ীর প্রতারণার ফাঁদ! আদালতে মামলা তাহিরপুরে চোরাই মোটরসাইকেল বিক্রি ও মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত পুলিশ সদস্য ইকবাল শাল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিজয়ী ৪ কৃতি শিক্ষার্থী বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে চরমে
পবিত্র মাহে রমজানের বাজার, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা

পবিত্র মাহে রমজানের বাজার, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা

স্টাফ রিপোর্টার
আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে শুরু হবে রমজান। সৌদিআরবে শুক্রবার চাঁদ দেখা গেছে। সেদেশে আজ থেকে রমজান শুরু। প্রচলিত আছে সৌদিআরবের ১দিন পর বাংলাদেশে রমজান, ঈদ উদযাপন হয়ে থাকে। সেই হিসেবে আজ শনিবার তারাবিহ নামাজ আদায় ও সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশে মাহে রমজান শুরু হতে পারে। ইতোমধ্যে বেচাকেনা বেড়েছে খেজুর, ছোলা, বেসন, বুটের ডালসহ রমজানের পণ্য।

নগরীর কালিঘাট, বন্দরবাজার, আম্বরখানা প্রভৃতি এলাকায় ব্যবসায়ীদের ফুরসত ছিলোনা। রমজানের পণ্য ক্রয় করতে প্রতিটি দোকানেই ছিলো ক্রেতাদের ভিড়। শুক্রবার ছুটির দিনও কাঁচামাল ও ভূষিমালের দোকান খোলা ছিলো। ক্রেতারাও ছিলেন কেনাকাটায় ব্যস্ত।

নগরীর বাজারে মুদি দোকানে কাজ করেন শাহীন বলেন কয়েকদিন ধরে রমজানের পণ্য বিক্রি বেড়েছে পাশাপাশি আমাদের ব্যস্ততাও বেড়েছে।

শুক্রবার বাজারে কেনাকাটা করতে আসা একটি রেস্টুরেন্টের সহকারি পরচালক সাকিব আহমদ।

রমজান উপলক্ষে মুড়ি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন পণ্য ক্রয় করেছেন তিনি। শ্যামল সিলেটকে তিনি বলেন, জিনিষপত্রের দামে বাজেটে কুলকিনারা করতে পারছিনা। প্রত্যেকটা জিনিষেরই দাম বেশি।

আল আমিন ট্রেডার্স মালিক জুবায়ের আহমদ বলেন, ছোলার পর্যাপ্ত মজুত আছে। ইফতারের অন্যতম অনুসঙ্গ ছোলার দাম ২সপ্তাহ আগে ১২০টাকা ছিল যা বর্তমানে শুক্রবার ১০৫টাকা কেজি দরে বিক্রি করছি। এর চেয়ে একটু ভালো ছোলার দাম কেজি প্রতি ১১০টাকা।

খেজুর এর দাম জানতে চাইলে তিনি বলেন, মরিয়ম কেজি ১২০০টাকা, নাগাল কেজি ৩৭০টাকা, ফরিদা ৪৮০টাকা। এর নরমাল খেজুর কেজি ২৬০টাকা। বেসন কেজি ৮০-১০০টাকা বিক্রি হচ্ছে। এদিকে রমজানের আগে বেড়ে গেছে টমেটো ও কাঁচামরিচ এর দাম বাড়েনি। টমেটো কেজি ২০টাকা এবং কাঁচামরিচ কেজি ৫০-৬০ ছিল যা এখনো এই দামে বিক্রি হচ্ছে।

শিবগঞ্জ বাজারে সবজি বিক্রেতা আল আমিন জানান, রমজান উপলক্ষে হাতেগুনা কয়েকটি কাঁচামালে দাম বেড়েছে।

শষা, লেবু ও বেগুনের দাম কেজিতে ১০-১৫টাকা বৃদ্ধি পেয়েছে। শষা কেজি ৪৫টাকা, লেবু হালি ৫০-৬০, বেগুন কেজি ৫০টাকা বিক্রি হচ্ছে।

জমে উঠেছে ফলের বাজারও। বাজারে কমলা, তরমুজ, আপেল, মাল্টা, পেয়ারা, আনারস, ডালিমসহ বিভিন্ন ফল কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ফল বিক্রেতারা বলছেন, ফলের বাজারের এমন ক্রেতার ভিড় স্বাভাবিক। এখনই রমজান উপলক্ষে ফল কিনছেন না কেউ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff