একুশে সিলেট ডেস্ক
যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সিলেটের মেয়ে নোহা আবুইয়ান আহমেদ। তিনি আলস্টার ইউনিভার্সিটির লন্ডন ক্যাম্পাস থেকে মার্স্টাস অব সাইন্স কোর্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লন্ডনের ‘দ্যা ল সোসাইটি’ হলে আড়ম্বরপূর্ণ এক সমাবর্তনে ইউনিভার্সিটির ভাইস চ্যন্সেলর প্রফেসর পল বারথলোমিউ নোহা আবুইয়ান আহমেদ’র হাতে সনদপত্র তুলে দেন।
নোহা আবুইয়ান আহমেদ এর আগে দি সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ সম্পন্ন করেন ও সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় মেট্টোপলিটন ইউনিভার্সিটি থেকে অর্নাস সম্পন্ন করেন।
তিনি সিলেট মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ছড়ারপার এলাকার সুগন্ধা ৬৫নং বাসার বাসিন্দা এনাম আহমদ ও রুসেল আহমদ দম্পতীর জ্যেষ্ঠ কন্যা।
নোহার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার পিতা-মাতা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে করেছেন। পাশাপাশি তাদের মেয়ের এমন সাফল্যে সকল শিক্ষক, আত্মীয়-স্বজনসহ সবারর কাছে কৃজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা তাদের মেয়ে নোহার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, নোহা আবুইয়ান আহমেদ সিলেটের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ভাজিতি।
Leave a Reply