টিজার দিয়েই ‘বরবাদ’ করে দিলেন শাকিব

টিজার দিয়েই ‘বরবাদ’ করে দিলেন শাকিব

একুশে বিনোদন
ঢাকাই সিনেমার আকাশে আরেক ঝড়ের আভাস! মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারই কাঁপিয়ে দিয়েছে শাকিব-অনুরাগীদের হৃদয়।

টিজারের শুরুতেই একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, ‘আমামা হয়ে লজ্জা হয়।’ চোখ ধাঁধানো আলিশান বাড়ি, দামি গাড়ি – এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন, ‘উনি একজন ড্রাগ এডিক্টেড’ আরেক নারী কণ্ঠ যোগ করে, ‘উনি একজন রেপিস্ট।’
মুক্তির অনুমিত পেল সুমির ‘আতরবিবিলেন’

এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, চলছে ভাঙচুর, অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান। রক্তাক্ত শরীরে, একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন এবং তারপর, সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ – ‘সাইলেন্স।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা একশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া। এই নায়ক বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন।

শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বরবাদ’। এর আগে ‘প্রিয়তমা’, ‘তুফান’, রাজকুমার দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন শাকিব খান। এবার ‘বরবাদ’ দিয়ে তিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ইতোমধ্যে ভক্তরা একবাক্যে বলছেন, শাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff