আহমদ রেজা চৌধুরী, বিয়ানীবাজার প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করার লক্ষ্যে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়। সভায় ছাত্রদলের কেন্দ্র, জেলা ও স্থানীয় নেতাকর্মী সহ অভিভাবক সংগঠন বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র ও ছাত্রী ভোটারদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি। এসময় বক্তারা সংগঠনের নেতাকর্মীদৈর সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহবান করেন।
বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে সরাসরি ভোটের মাধ্যমে কলেজ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে ছাত্র ও ছাত্রী ভোটারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের আয়োজন করা হয়। এসময় কাউন্সিলররা সরাসরি ভোট প্রয়োগ করেন। বিকেল ৩ টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ভোট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । নির্বাচনে সভাপতি পদে রাহিম হোসেন নির্বাচিত হন ও সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ নির্বাচিত হন।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের অনুভূতি প্রকাশ করে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।
প্রায় দেড় যুগ পর বিয়ানীবাজারে ভোটের মাধ্যমে কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে ইয়াসিন রিফাত, সাহেদ আহমদ, রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ, আবিদ রহমান রেদোয়ান, মাবিয়া আলম রুহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Leave a Reply