বিয়ানীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন হবে সরাসরি ভোটের মাধ্যমে। আগামী বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। দেড় যুগ পর নতুন নেতৃত্ব নির্বাচন হবে কর্মীদের ভোটের মাধ্যমে।
এদিকে প্রায় দেড় যুগ পর বিয়ানীবাজারে ভোটের মাধ্যমে কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে। সভাপতি পদে ইয়াসিন রিফাত, সাহেদ আহমদ, রামিম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ, আবিদ রহমান রেদোয়ান, নাদিয়া আহমদ রুহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩২০ জন কাউন্সিলর ভোট প্রয়োগ করবেন।
৯০ দশকে বিয়ানীবাজারে ছাত্রদলের শক্ত অবস্থান ছিল। তবে বিগত সরকারের সময়ে বেশ দূর্বল হয়ে পড়ে সংগঠনের কার্যক্রম। একই সাথে দলীয় কার্যক্রম বিভিন্ন বলয়ে বিভক্ত থাকায় দলটির দুর্বল হয়ে পড়ে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং শক্ত অবস্থান তৈরীর লক্ষ্যে কেন্দ্র নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে কর্মীদের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন অন্যতম।
গত কয়েকদিন থেকে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ নতুন সদস্য ও ভোটার সংগ্রহের কাজ খুব গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছেন।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ ও বর্তমান পৌর কমিটির আহবায়ক আয়নুল আবেদীন জানান, সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়াকে জাতীয়তাবাদী আদর্শের কর্মী-সমর্থকরা বেশ ভালোভাবে নিয়েছেন। যথারীতি প্রচার-প্রচারণা চলছে। কেবলমাত্র ছাত্র ছাড়া অন্যদের ভোটদানের সুযোগ নেই।
Leave a Reply