দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে ১৬ ইউনিটের মধ্যে কেবল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নাম প্রকাশ করা হয়েছে।
দিরাই উপজেলায় আহ্বায়ক করা হয়েছে আমির হোসেনকে এবং যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুককে। দিরাই পৌরসভায় আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরী।
শাল্লা উপজেলায় আহ্বায়ক হয়েছেন সিরাজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল।
তবে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় দিরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। পরে পৌরসভার প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী অভিযোগ করে বলেন, “যারা অতীতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে।” এ কারণে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে নাছির চৌধুরী ও পাবেল চৌধুরীর সমর্থকরা এক হয়ে অংশ নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply