শাবিতে সঞ্চালনের নবীনবরণ ও ব্লাড গ্রুপিং কর্মশালা অনুষ্ঠিত

শাবিতে সঞ্চালনের নবীনবরণ ও ব্লাড গ্রুপিং কর্মশালা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র উদ্যোগে নবীনবরণ ও ব্লাড গ্রুপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৫০২নং কক্ষে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনের সভাপতি মো. নাদিম ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাকিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো. মুহিবুল আলম ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাজিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্চালনের ১৫তম কমিটির সভাপতি শাহরিয়ার শুস্ময়, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন আহমেদ এবং অন্য সদস্যবৃন্দ। নবীনবরণে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সঞ্চালন পরিবার।
বক্তব্যে উপদেষ্টা অধ্যাপক মো. মুহিবুল আলম বলেন, “আমি মূলত ২০১৭ সালে সঞ্চালনের সঙ্গে যুক্ত হই। সঞ্চালন আমার পরিবারের জন্য অনেক রক্তের ব্যবস্থা করেছে।”

তিনি বলেন, “ছাত্রছাত্রীরা এখানে এলে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত এবং পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও যুক্ত থাকা উচিত।” তিনি আরো বলেন, “অনেক ছাত্র আসে এবং চলে যায়, কিন্তু আপনারা যেন এরকম না হন। বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে জাগিয়ে তুলুন।”

উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া বলেন, ‘সঞ্চালন প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের ৫ই এপ্রিল। সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।’

তিনি এ প্রসঙ্গে একটি উদাহরণ তুলে ধরেন: “একবার মাদার তেরেসা এক দোকানে সাহায্যের জন্য গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তি তার হাতে থু থু দেন। তখন মাদার তেরেসা শান্তভাবে সেই হাতটা পিছনে নিয়ে বলেন, ‘এই থুথুটা আমার জন্য।’ এরপর অন্য হাতটি এগিয়ে দিয়ে বলেন, ‘এ হাতে আপনি যদি কিছু দান করতে চান, তা গ্রহণ করবো।’

তিনি আরো বলেন, ‘আসলে যারা সঞ্চালনের সাথে জড়িত থেকে কাজ করে, তাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার মায়ের অসুস্থতার সময় আমি অনেক রক্ত পেয়েছি, সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।’

নবীনবরণ শেষে নতুন সদস্যদের জন্য ব্লাড গ্রুপিং কর্মশালা আয়োজন করা হয়। কিভাবে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং ব্লাড গ্রুপিংয়ের ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। ব্লাড গ্রুপিং কর্মশালা শেষে শিক্ষার্থীদের জন্য একটি ব্লাড সম্পর্কিত কুইজের আয়োজন করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff