বালাগঞ্জ প্রতিনিধি
মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী আর আমাদের মাঝে নেই। বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামের এই গর্বিত সন্তান রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল ৪টায় স্থানীয় আলাপুর বড় মোকাম প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে কবর চিরনিদ্রায় শায়িত করা হয়।
Leave a Reply