কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চা শ্রমিক সন্তান কিশোরীকে সংঘটিতভাবে গলা ও ডান হাতে কূপিয়ে হত্যা করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল এবং তদন্তের আলামত অনুযায়ী ঘটনার ১৭ দিন পর আটক যুবকের স্বীকারোক্তিতে এ তথ্য পাওয়া গেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে থানা পুলিশের প্রেস ব্রিফ্রিংকালে এসব তথ্য প্রদান করা হয়।
থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, কিশোরী হত্যা ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে শমশেরনগর পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ও তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদার ও ফোর্সের সমম্বয়ে প্রয়োজনীয় ডিজিটাল সাপোর্ট ব্যবহার করে ঘটনাস্থল হতে ৩ জোড়া সেন্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সুত্র ধরে ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) কে এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।
পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। আসামী দিবস রেংগেট ধর্ষন করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্নিমা রেলীকে হত্যা করেছে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। দিবস রেংগেট শমশেরনগর চা বাগানের নারায়ন টিলার লাছানা রেংগেট এর ছেলে এবং উজ্জ্বল বাউরি একই এলাকার সুনিল বাউরীর ছেলে।
উল্লেখ্য, শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্নিমা রেলী গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন ৬ ফেব্রুয়ারী সকালে চা বাগান লেকের ধারে গলাকাটা ও হাতের কব্জি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। শুরু থেকেই চা বাগান শ্রমিকদের ধারণা ছিল শিশু পূর্নিমাকে শারীরিকভাবে নির্যাতন করে পরে গলা ও হাতের কব্জি কেটে হত্যা করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তিনি ও তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রতন হাওলাদা ঘটনাস্থল থেকে জব্দ দুই জোড়া সেন্ডেলের সূত্র ধরে তদন্ত করে ১৭ দিন পর শমশেরনগর চা বাগানের দিবস রেংগট ও উজ্জল বাউরিকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply