শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২৯ নং গ্যালারি কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্পিকার্স ক্লাবের সভাপতি মো. জুলকার নাঈমের সভাপতিত্বে এবং পাবলিকেশন সেক্রেটারি সাবরিনা সানিয়াত অয়ন ও সহ-কোষাধ্যক্ষ রুবেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইফ্ট ইমিগ্রেশনের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম মওলা রাজন, স্পিকার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ১৪তম কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, ১৬তম কমিটির সহ-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম এবং শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। নবীনবরণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরষ্কৃত করা হয় এবং এতে সঞ্চালনা করেন স্পিকার্স ক্লাবের সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস। এসময় স্পিকার্স ক্লাবের বর্তমান কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ক্যাম্পাসে স্পিকার্স ক্লাব শিক্ষার্থীদের ইংরেজিতে জড়তা দূর করতে ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন যারা এ সংগঠনে যুক্ত হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, সুন্দরভাবে এ সংগঠনে কাজ করবেন এবং নিজেদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলবেন।
স্পিকার্স ক্লাবের সভাপতি মো. জুলকার নাঈম বলেন, নতুন শিক্ষার্থীদের স্পিকার্স ক্লাবে স্বাগতম জানাচ্ছি। স্পিকার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান করছি। আশা করি, সবাই এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে নিজেদেরকে ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক দক্ষতা অর্জন করবেন।
Leave a Reply