মীর শোয়েব আহমদ,জৈন্তাপুর
কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, সুষম বন্টন নিশ্চিত করনে, কৃষকদের পণ্যের সঠিক মূল্য পাওয়ার আলোকে সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়নের ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে, ১৭ ফেব্রুয়ারী দুপুর ১২ ঘটিকার সময় সিলেট আঞ্চলিক অফিসে মিনি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আলিম উদ্দিন, সভাপতি সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন। দপ্তর সম্পাদক আব্দুর রউফ’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, সহকারী পরিচালক, আঞ্চলিক শ্রমদপ্তর, সিলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক মাওলানা আলিম উদ্দিন বিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষি ক্ষেত্রে যে কোন মূল্যে আমাদের এগিয়ে যেতে হবে, কৃষকদের সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে, আঞ্চলিক কমিটি গুলোকে আরো শক্তিশালী করতে হবে৷ উক্তসভায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রচার সম্পাদক মীর শোয়েব আহমদ,কোষাধ্যক্ষ শাহেদ আহমদ, শাহপরান শাখার সভাপতি মোস্তাক আহমদ, সাইফুল আলম যুগ্ম সাধারন সম্পাদক,মামুন আহমদ সহ সাধারন সম্পাদক, সদস্য গিয়াস উদ্দিন, মোঃ আলিম উদ্দিন, আব্দুল হাসিম, রুবেল আহমদ, মামুন আহমদ।
Leave a Reply