শাবি প্রতিনিধি
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের সাথে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার্স ক্লাবের নেতৃবৃন্দরা।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন স্পিকার্স ক্লাবের সভাপতি জুলকার নাঈম ও সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইসরাত জাহান স্পৃহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহানুল আলম সিদ্দিকি সোহাগ, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক নাফিসা তাবাসসুম, পাবলিকেশন সেক্রেটারি সাবরিনা সানিয়াত অয়ন, কমিউনিকেশন সেক্রেটারি আব্দুল্লাহ আল মালেক, পাবলিক রিলেশন সেক্রেটারি সাদিকুল ইসলাম নয়ন, এসিসট্যান্ট কমিউনিকেশন সেক্রেটারি মো. হোসেনুজ্জামান, এসিসট্যান্ট ট্রেজারার মো. রুবেল মিয়া, এসিসট্যান্ট অফিস সেক্রেটারি ইকরা সুলতানা, এক্সিকিউটিভ মেম্বার সানিয়া সুলতানা প্রিতি ও ইকরাম হোসাইন প্রমুখ।
স্পিকার্স ক্লাবের সভাপতি জুলকার নাঈম বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে স্পিকার্স ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দিতে আমরা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকি। আমাদের কার্যক্রম সবার সামনে তুলে ধরতে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ সবসময় সহযোগিতা করে আসছেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি।
প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা ও বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক জ্ঞান প্রদানে স্পিকার্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়। ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ক্লাবের অগ্রযাত্রায় শাবি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply