হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার হবিগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পরে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মইনুল হাসান দুলাল জানান।
তিনি বলেন, গত বছরের ৫ অগাস্ট বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশ উত্তরা থেকে মজিদ খানকে গ্রেফতার করে। এরপর রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি দল তাকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে মঙ্গলবার সদর থানা পুলিশের সহায়তায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। তার বিরুদ্ধে নয় হত্যা মামলাসহ হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।
Leave a Reply