শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ২টায় এ অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। এই লক্ষ্য সামনে রেখে আমরা এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই। স্কুলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন। যারা বিজয়ী হতে পারো নি, তাদেরও অভিনন্দন। তোমরা আগামীতে বিজয়ী হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, উপ-রেজিস্ট্রার মোছাঃ সাবিহা ইয়াছমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নিলুফা ইয়াসমিন।
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী পলাশ বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা করার চেষ্টা করছি। এতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply