শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবগঠিত ২০তম কার্যনির্বাহী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শাবি কর্মচারী ইউনিয়ন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির সাথে মতবিনিময় শেষে এ শুভেচ্ছা জানান তারা।
মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদ ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ময়ুন, সহ-সভাপতি সাকিল আহমদ নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক জোসেদ আলম, সাংগঠনিক সম্পাদক ক্ষুদিরাম কর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া, দপ্তর সম্পাদক সুনীল লাল, কার্যকরী সদস্য আব্দুর রহিম ও সোহেল আহমেদ।
বক্তব্যে কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদ বলেন, ক্যাম্পাসে কর্মরত কর্মচারীরা সবসময় নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীরা যথাসাধ্য চেষ্টা করে থাকেন। তবে কর্মচারীরা তাদের পরিবারের চাহিদা মেটাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্মচারীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার মনোভাব প্রকাশ করেছেন। আশাকরি, কর্মচারীদের যেকোনো দাবিদাওয়া পূরণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। এতে শাবি প্রেসক্লাব অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকার অনুরোধ করছি।
প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, এ ক্যাম্পাসের প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করেন কর্মচারীরা। তাঁদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের জন্যই ক্যাম্পাসে আমরা এমন সুন্দর পরিবেশ দেখতে পাই। কর্মচারীরা বিভিন্ন সময় তাদের সমস্যা শেয়ার করে থাকেন। বরাবরের মতোই ক্যাম্পাসের যেকোনো বিষয়ে শাবি প্রেসক্লাব সচেষ্ট ভুমিকা রাখার চেষ্টা করে। কর্মচারীদের ইতিবাচক দাবিদাওয়া পূরণে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রাখবে। এসময় প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য কর্মচারী ইউনিয়নকে ধন্যবাদ জানান তিনি।
এসময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহাবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ, সাধারণ সদস্য তানভীর হাসান, নোমান ফয়সাল ও মাইন উদ্দিন।
Leave a Reply