শেখ আবদুল্লাহ হরিপুরীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, আলটিমেটাম

শেখ আবদুল্লাহ হরিপুরীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, আলটিমেটাম

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরের ঐতিহ্যবাহী হরিপুর এলাকার প্রয়াত কৃতি সন্তান শেখ আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ন মন্তব্য করার প্রতিবাদে উত্তাল বৃহত্তর হরিপুর এলাকা। এর প্রতিবাদে সকল শ্রেণী পেশার মানুষ সিলেট-তামাবিল হাইওয়ে রাস্তায় নেমে পড়েন বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এসময় দলমত নির্বিশেষে তৌহিদি জনতারা বিক্ষোভমিছিল শেষে প্রায় ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখেন। পরে আল্টিমেটাম দিয়ে তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

কানাইঘাট উপজেলার গাছবাড়ি নামক বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা জামাল হুসাইন নামক জনৈক কথিত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আবদুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে কটুক্তিমুলক স্ট্যাটাস দিলে উত্তপ্ত হয়ে উঠে বৃহত্তর হরিপুর এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন, হরিপুর বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম (জৈন্তাপুরী), হরিপুর বাজার মাদরাসার শিক্ষক ও বাজার স্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা জমসিদ আহমেদ (বালিপাড়ী), হরিপুর বাজার মাদরাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জিল্লুর রহমান (দরবস্তী), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাদ উদ্দিন সাদ্দাম, মাওলানা আল আমিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমদ সহ স্থানীয় এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা।

বক্তব্যে কটুক্তিকারী জামাল হুসাইনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন উপস্থিত বক্তারা। পাশাপাশি বৃহত্তর হরিপুরের তৌহিদি জনতার জনসম্মুখে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এলাকার ধর্মপ্রান তৌহিদি জনতা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আবদুল্লাহ (রহ.) হরিপুরী’কে নিয়ে কটুক্তিকর স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার বিকেল ৩ টার মধ্যে ঐ দুর্বৃত্ত যদি জনসম্মুখে এসে ক্ষমা না চায় তাহলে কঠোর কর্মসূচি আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত বক্তারা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের স্বনামধন্য আলেম শেখ আবদুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে কটুক্তিকর ফেসবুক স্ট্যাটাস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে দেখা গেছে।

এদিকে MD Jamal Hussain নামক ফেসবুক আইডি থেকে ও গোপন তথ্য সুত্রে জানা যায়, জামাল হোসেন কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিলেট শহরস্থ শাহপরাণ শান্তি ভাগ এলাকায় বসবাস করছেন। ওই ব্যক্তি জামায়াত (শিবির) ইসলামি বাংলাদেশ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff