এবার বিএনপি-জামায়াতকে ছাত্রশিবিরের হুংকার

এবার বিএনপি-জামায়াতকে ছাত্রশিবিরের হুংকার

একুশে সিলেট ডেস্ক
ছাত্রশিবির কখনো ভয় পায়নি, আগামীতেও ভয় পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করে তিনি বলেন, “সন্ত্রাসী গ্রেফতারের পর সুপারিশ বন্ধ করুন। আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে কারো সুপারিশ প্রত্যাশা করি না।”

তিনি আরও বলেন, “আপনাদের নমনীয়তা এবং সুশীলতার কারণেই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতসময়ে নির্বাচনকালীন সরকারে পরিণত হচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।”

তিনি ছাত্রশিবিরের ঘোষিত সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল’ প্রতিপাদ্যে আজ গণমিছিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সংগঠনটির সদস্যদের ভোটে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ ইব্রাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন আর ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী সেক্রেটারি মনোনীত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff