সিলেট বিএনপি নেতারা যেন আ.লীগের রক্ষাকবচ !

সিলেট বিএনপি নেতারা যেন আ.লীগের রক্ষাকবচ !

সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমদ ও তার ভাই কামরান আহমদ আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে গেলে স্থানীয় জনতার রোষানলে পড়েন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘ ১৫ বছর ধরে সিলেটের তৃণমূল জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের ওপর অত্যাচার চালিয়েছেন।

গোপন সূত্রে জানা যায়, সিলেট জেলা ও মহানগর বিএনপির কিছু নেতা মোটা অংকের অর্থের বিনিময়ে আদালত থেকে তাদের জামিনের ব্যবস্থা করেন। এই প্রক্রিয়ায় সিলেট মহানগর বিএনপির নেতা কয়েস লোদি, ইমরান আহমদ এবং জেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু জড়িত ছিলেন বলে জানা গেছে।

আদালত প্রাঙ্গণে রেজওয়ান ও কামরান আহমদের উপস্থিতি স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বিক্ষুব্ধ জনতা তাদের ওপর আক্রমণ করে এবং বিএনপির যেসব নেতা এই সমঝোতায় সক্রিয় ছিলেন, তাদের প্রতিও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

স্থানীয় জনতা স্পষ্টভাবে জানিয়েছে, তারা আওয়ামী লীগের সহযোগীদের কোনোভাবেই ছাড় দেবে না। এছাড়া, বিএনপির যেসব নেতা আওয়ামী লীগের সহযোগীদের পুনরায় রাজনীতিতে ফিরতে সহায়তা করবেন, তাদেরও ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, সিলেটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে এই ধরনের সমঝোতা স্থানীয় জনতার মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভের কারণ হয়ে আসছে। বর্তমান বিএনপির জেলা ও মহানগর কমিটি নিয়েও অনেক ক্ষোভ রয়েছে তৃণমূল জাতীয়তাবাদী পরিবারের মধ্যে। গত সপ্তাহে আইনজীবী ফোরামের নির্বাচনে বিএনপির ভরাডুবি ও আওয়ামীলীগের জয়লাভ নিয়েও কানাঘুঁষা চলছে বলে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff