সর্বশেষ :
জুলাই বিপ্লব :বানিয়াচং হয়ে উঠেছিলো আন্দোলনের অগ্নিগর্ভ,একদিনে শহীদ ৯জন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা: আসামি ১১৬৮, গ্রেফতার ৬১ আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না: প্রধান উপদেষ্টা শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার নবীগঞ্জে বিয়ে বাড়িতে আনন্দ উৎসবে কনের মায়ের মৃত্যু জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাবের গেস্ট হাউজের দরজা ভেঙে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির হবিগঞ্জে হাতকড়া নিয়ে পালালেন আ.লীগ নেতা
সিলেটে ডিসি অফিস প্রাঙ্গণে থাকা মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে

সিলেটে ডিসি অফিস প্রাঙ্গণে থাকা মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে

একুশে সেলেট ডেস্ক
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে কে বা কারা ম্যুরালটি ভেঙে ফেলে। এর আগে ম্যুরালটি অপসারণে ‘তৌহিদী জনতা’র ব্যানারে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে কে কারা ম্যুরালটি ভেঙেছে এই খবর জানেন না কেউই।

বৃহস্পতিবার বিকেলে এই আল্টিমেটাম শেষ হওয়ার পর রাতেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল একটি প্রতিকৃতি স্থাপন করা হয়। বিভিন্ন দিবসে এই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হতো। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ম্যুরালটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর থেকে ম্যুরালটি অপসারণের দাবি ওঠে। ৯ জানুয়ারি ‘তৌহিদী জনতা’র ব্যানারে প্রথমে ম্যুরালটি অপসারণের দাবি ওঠে। এরপর সোমবার তিনদিনের আল্টিমেটাম দেয় তৌহিদী জনতা। ম্যুরাল অপসারণের আন্দোলনে নেতৃত্ব দেন নগরের জামেয়া মাদানিয়া কাজির বাজার বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ ও মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। বৃহস্পতিবার বিকেলে আল্টিমেটামের সময় শেষ হলে রাতেই কে বা কারা ম্যুরালটি ভেঙে ফেলে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে বলেন, রাতের আধাঁরে কে বা কারা এটি ভেঙে দিয়েছেন। এটা খোঁজ নিয়ে দেখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff