‘সদস্যপদ নবায়ন করতে পারবে না বিএনপির বহিষ্কৃতরা’

‘সদস্যপদ নবায়ন করতে পারবে না বিএনপির বহিষ্কৃতরা’

একুশে সিলেট ডেস্ক
যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক সদস্য নবায়ন ফরম দেশপব্যাপী জেলা ও মহানগর শাখায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবেন না। যদিও তাদের সদস্যপদ ছিলো। কিন্তু আমরা যখন বহিষ্কার করি তখন সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করি। এরা প্রাথমিক সদস্যপদ নিতে পারবে না।

জেলা থেকে সদস্য নবায়ন ফরম কিভাবে বিতরণ করবে সে বিষয়টি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে, আমরা শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ। এই কীটপতঙ্গরা যেনো ঢুকতে না পারে এই ব্যাপারে জেলাগুলোকে আমরা শক্ত নির্দেশনা দিচ্ছি। আমরা প্রাইমারি মেম্বারশিপ রাইট যেটা সেটায় না গিয়ে শুধু যারা আগে আছেন তাদেরকেই দিচ্ছি।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নানা ছোট ঘটনা অথবা ঘটনাও না সেটা নিয়েই বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তো আছেনই নানাভাবে, নানাদিক থেকে, প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন না করতে না পারে সেজন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ।

গণঅভ্যুত্থানের ঐক্যে ফাটল নিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই গণতান্ত্রিক ঐক্যের বিভেদ হোক আমরা কিন্তু এমন কিছু করছি না, আমরা যেটা করছি তা প্রতিক্রিয়ায়। আমরা প্রাণপ্রান্তক চেষ্টা করছি এই বৃহৎ গণতান্ত্রিক ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের বিজয় অনেক বড় শক্তি, অনেকেই এটা ভাল চোখে দেখে না। রাষ্ট্রের বাইরে থেকেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র আছে, রাষ্ট্রের ভিতর থেকেও আছে। ভিতরের থেকে যখন রাজনৈতিক অপসুযোগ নেয়ার চেষ্টা করে সেটা হয় সবচেয়ে বড় পরাজয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সকু ও কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff