সর্বশেষ :
❝আমাদের গল্প বলতে থাকো যতক্ষন না ফিলিস্তিন স্বাধীন হয়❞ ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করেন ২ নারী, পরিচয় ফাঁস করল বিবিসি অবসরে যাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায় ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির রাজের প্রেমে সামান্থা লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে : কামরুল ঢাকা আনা হচ্ছে তামিমকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ

একুশে সিলেট ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি সাত কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলোর শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না।

এই শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের যাবতীয় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিষেষজ্ঞ কমিটি গ্রহণ করবে।
তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষা কার্যক্রম শেষ করবেন।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সিদ্ধান্তগুলো পড়ে শোনান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

লিখিত বক্তব্যে নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সঙ্গে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো –

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

২) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

৩) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বরশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়।

৪) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

৫) যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমদে খান ছাড়াও আরও উপস্থিত উপ-উপাচার্য ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, কলা অনুষদের ডিন ছিদ্দিকগর রহমান খান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল আল মামুন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (২৬ জানুয়ারি) রাতে উত্তেজনা শুরু হয়। দুই পক্ষের মধ্যে রাতভর ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পথচারীসহ মোট ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে এ সংঘর্ষ বাধে। পরে শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ থামাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে সরকারি সাতটি কলেজের সিলেবাস প্রণয়ন, ভর্তি কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

কিন্তু অধিভুক্তির পর নানা অব্যবস্থাপনা ও অনিয়মের জের ধরে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অধিভুক্তি বাতিল চেয়ে আন্দোলন করছেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্তি বাতিল করে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। অধিভুক্তি বাতিল চেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও স্মারকলিপি দেন। আজ সে প্রেক্ষিতেই ঢাকা বৈঠকে অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে এই কলেজগুলো পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে, নাকি নতুন একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff