সুনামগঞ্জ প্রতিনিধি:
সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো লোকনাথ বণিক (২২) নামের এক যুবকের। নিহত যুবক সুনামগঞ্জ শহরের মধ্যবাজারের বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শহরের ওয়েজখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সিএনজিচালিত অটোরিকশায় তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিকশাটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয় এবং তিন বোন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা ওই যুবকের তিন বোন এ ঘটনায় আহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply