‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

একুশে সিলেট ডেস্ক
ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার ঢাকার দুটি পৃথক আদালত এই নির্দেশ দেন। বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র মামলায় মতিউর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ওই থানার এসআই রুবেল মিয়া। অন্যদিকে মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকিকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আজ সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

লায়লা কানিজ কারাগারে

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন লায়লা কানিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় এজাহারনামীয় আসামি লায়লা কানিজ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি রিমান্ড আবেদনের ওপর ১৯ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক তিনটি মামলা করে দুদক।

মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। পরে তাঁরা সম্পদ বিবরণী জমা দেন। দুদকের অনুসন্ধান ও তাঁদের সম্পদ বিবরণী পর্যালোচনা করে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।

মতিউর রিমান্ডে

মতিউর রহমানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রীকে আটক করার সময় তাঁর বাড়িতে একটি শটগান ও ২৪টি গুলি পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, এটি লাইসেন্স করা অস্ত্র। কিন্তু তিনি লাইসেন্স নবায়ন করেননি। এ ছাড়া ২৫টি গুলি তিনি নিয়েছিলেন। একটি গুলি নেই। এইগুলো কোথায়, কী হলো—তা জানার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের নেওয়ার পক্ষে শুনানি করে। তবে আদালতের অনুমতি নিয়ে মতিউর রহমান নিজেও কথা বলেন। তিনি আদালতকে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। আগের সরকার ছাগল–কাণ্ডের ঘটনা সাজিয়ে তাঁকে নাস্তানাবুদ করেছে। কাল্পনিক কাহিনি সাজিয়ে তাঁকে হেনস্তা করেছে।

মতিউর রহমান আরও বলেন, শটগানটি নিজে কিনেছেন। এটি লাইসেন্স করা। কিন্তু নবায়ন করা হয়নি। আর একটি গুলি তিনি পরীক্ষামূলকভাবে নষ্ট করেছেন। তিনি বলেন, ‘আমি সবকিছু জানিয়ে দিলাম আমাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই।’ পরে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ছাগল–কাণ্ডের মতিউর ও তাঁর পরিবারের সম্পদ দুই দফায় ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেন ঢাকার আদালত। বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও ১৯টি কোম্পানিতে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল (ছড়িয়ে পড়া) হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর থেকে তাঁর বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।

এই ছাগল-কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

একপর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff