সর্বশেষ :
শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি

শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শাহ আরেফিনের মাজার মসজিদ মাঠ ও কবরস্থান খুঁড়ে চলছে পাথর উত্তোলন। বেশ কিছুদিন ধরে এসব জায়গা থেকে পাথর উত্তোলন করে টিলাকে পুকুরে পরিনত করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) শাহ আরেফিন টিলার মাজার থেকে পাথর উত্তোলনের জায়গা দখল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নেয় পাথর খেকু দুই পক্ষ। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে গিয়ে দু’পক্ষেকে শান্ত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন শাহ আরেফিনের টহলরত পুলিশকে ম্যানেজ করে চলছে মাজার মসজিদ মাঠ ও কবরস্থান খুঁড়ে পাথর উত্তোলন। এই পাথরের গাড়ি থেকে তরা ৫’শ করে চাঁদা নিয়ে বৈধতা দেন। তাদে সাথে হাত মিলিয়ে স্থানীয় জালিয়ারপাড় গ্রামের প্রভাবশালী মহল খেলার মাঠ কবরস্থান মসজিদ ও মাজার থেকে পাথর উত্তোলন করাচ্ছেন। যার নেতৃত্বে রয়েছেন বাবুল আহমদ, মনির মিয়া গ্রুপ ও বশর মিয়া গ্রুপ। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে সমঝোতা করে ভাগবাটোয়ারা হলেও গত সপ্তাহ থেকে জায়গা দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার সকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ দু’পক্ষ শাহ আরেফিন টিলার মাঠে মুখোমুখি হয়। তবে মারামারিতে জড়ানোর আগেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে দু’পক্ষকে সেখান থেকে সড়িয়ে দেন। স্থানীয় আরেকটি সুত্রে জানা গেছে দুই পক্ষ শক্তিশালী হওয়ায় যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে। এতে ঘটতে পারে হতাহতের মতো বড় ঘটনা।
ফ্যাসিস্ট সরকার পতনের পর শুরু হয় শাহ আরেফিনের মাজার মসজিদ কবরস্থান ও খেলার মাঠ থেকে পাথর লুটপাট। সেখানের পাথরের গাড়ি থেকে ৩ হাজার করে কমিশন নেয় বাবুল মনির বশর গ্রুপ। তাদের ম্যানাজার ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে তারা এই কমিশন নিয়ে থাকেন। গত পাঁচ মাসে এই গ্রুপ দু’টি প্রায় অর্ধশত কোটি টাকা কমিশন বানিজ্য করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, জায়গা দখল নিয়ে মারামারির কোন সংবাদ আমি পাইনি। বিষয়টি খবর নিয়ে দেখছি। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোন কাজ যাতে কেউ করতে না পারে সেজন্য পুলিশ সব সময় তৎপর রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff