সাধ্যমত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ান : অ্যাডভোকেট জামান

সাধ্যমত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ান : অ্যাডভোকেট জামান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সমাজের অসহায়, বঞ্চিত ও অপরাধ নির্মুলে কাজ করার পাশাপাশি প্রতিবছরের ন‍্যায় এবারও দেশব‍্যাপী অসহায় ও দরিদ্রের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি ) দুপুরে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সিলেট জজ কোর্টে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ‍্য প্রবাসী আছমা খানম, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমান শাহ রফিজ শাহ শওদাগর’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক নাসীর উদ্দিনের পরিচালনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সিলেটে শীতার্থদের মধ‍্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন দৈনিক শ‍্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সমাজের অসহায়দের পাশে আপদে-বিপদে দাঁড়ান ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করায় আমি বেশ খুশি ও সংগঠনের সফলতা কমনা করি। এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই আপনারাও যার যার অবস্থান থেকে সাধ্যমত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাজমুল কবির পাভেল, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রতাষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী।

উল্লেখ্য, ২ জানুয়ারি রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ) অতিরিক্ত ডি.আই.জি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবং ৭ জানুয়ারি রাতে ওসমানীনগর-বিশ্বনাথ-বালাগঞ্জে রাত্রে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিনের তত্বাবধানে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পিবিআই হেড কোয়ার্টার সাব ইন্সপেক্টর সুজিত চক্রবর্ত্তী শেরপুর আশুগঞ্জবাজার, মৌলভীবাজার সদর থানা এলাকাধীন সাগরিকা রেষ্টুরেন্টের প্রোপ্রাইটর শাহাজাহান মিয়া ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার লিমন দেব উপস্থিত থেকে বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff