একুশে সিলেট ডেস্ক
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল বাংলাদেশে আসছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে চাল বহনকারী এমভি তানাইজ ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply