নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরহাদ (৩৫) সিলেটের গোয়েইনঘাট থানার পূর্ননগর উত্তর এলাকার দুদু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েইনঘাট থানার এফআইআর নং-২, ১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) মামলার পলাতক আসামিকে (৮ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতার আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply