বিশ্বনাথে শিক্ষার্থী সাইম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথে শিক্ষার্থী সাইম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার ২নং ওয়ার্ডের জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজামউদ্দিনের পুত্র রাহি আহমদ সাইম হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) নিহত সাইমের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। সাইমের সহপাঠীরাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা রাহি আহমদ সাইম হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উন্মোচন করে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের দাবী জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইকবালউদ্দিন, নিহতের পিতা নিজামউদ্দিন, মা রতœা বেগম, বড় ভাই সাইফউদ্দিন, আতœীয় তোয়াব আলী।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বের চাচার ঘর থেকে রাহি আহমদ সাইমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর গত ২৯ নভেম্বর নিহতের মা রতœা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরোও ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। যার নং ১২।

মামলার এজহারনামীয় অভিযুক্তরা হলেন-নিহত সাইমের চাচা (বাবার চাচাতো ভাই) পৌর শহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়া (৩৭), ফুফু নিলুফা বেগম (৩৪) ও চাচী রুবিনা বেগম (৩০)। বিশ্বনাথ থানা পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারনামীয় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে এবং খুন হওয়া সাইমের মৃত্যুর আসল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক অভিযুক্ত সনাক্তকরণ ও গ্রেপ্তার, সাইমের ব্যবহৃত মোবাইল উদ্ধার, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার হওয়া ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার এসআই আব্দুল হান্নান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff