সর্বশেষ :
জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত ওসমানীনগরে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ জন আটক ও ২লাখ টাকা জরিমানা ৬ বছর ধরে বন্ধ পাথর কোয়ারী : লাখো শ্রমিকের নিরব কান্না বিশ্বনাথে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, চাচাসহ আটক ৩ ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি যারা দুর্নীতি করেছে তারা শান্তিতে ঘুমাতে পারছেনা ইসকনের ব্যাপারে সর্তক থাকার আহ্বান মির্জা ফখরুলের বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন
সিলেটে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা অটুট রাখার প্রত্যয়

সিলেটে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা অটুট রাখার প্রত্যয়

স্টাফ রিপোর্টার

সিলেটে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং ছাত্র সমন্বয়করা।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বুধবার (২৭ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে সিলেটের বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, ‘বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত হয়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই এক হয়ে থাকলে কোনো দুষ্কৃতিকারী অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।’

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, ‘শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা অটুট রাখতে আমরা সবাইকে কাজ করে যেতে হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।’

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, কর্ণেল জিএস, উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এনএসআই’র প্রতিনিধি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভাকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়তের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff