সর্বশেষ :
জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত ওসমানীনগরে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ জন আটক ও ২লাখ টাকা জরিমানা ৬ বছর ধরে বন্ধ পাথর কোয়ারী : লাখো শ্রমিকের নিরব কান্না বিশ্বনাথে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, চাচাসহ আটক ৩ ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি যারা দুর্নীতি করেছে তারা শান্তিতে ঘুমাতে পারছেনা ইসকনের ব্যাপারে সর্তক থাকার আহ্বান মির্জা ফখরুলের বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন
আ. লীগ ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে

আ. লীগ ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণখুনি শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উষ্কানি দিয়ে দেশে একটি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেয়া যাবে না। সারাদেশের মানুষ দেখেছে একজন ব্যাক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর চট্টগ্রামে একজন আইনজীবীকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। মসজিদে হামলা করা হয়েছে। আর এই সবকিছুর পেছনে দেশী ও বিদেশী ষড়যন্ত্র রয়েছে। এদেশের সর্বস্তরের মানুষ যেকোন মূল্যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে সিলেটের আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের উদ্যোগে চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এই দেশ আমাদের সবার। আমরা সম্প্রীতির সাথে বসবাস করি। তাই যেকোন ষড়যন্ত্র ও উষ্কানির ফাঁদে পা দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করার জন্য সকলের প্রতি আহবান জানাই।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) এডভোকেট সাঈদ আহমদ, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন, এডিশনাল পিপি আল বসলাম মুমিন, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, এডিশনাল পিপি এডভোকেট ওবায়দুর রাহমান ফাহমী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff