শিক্ষার্থীদের সহিংস আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান : স্বরাষ্ট্র উপদেষ্টার

শিক্ষার্থীদের সহিংস আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান : স্বরাষ্ট্র উপদেষ্টার

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘাত নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের মাটিয়ান হাওরের ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এসময় পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলেজের সংঘটিত সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্রদের কঠোরভাবে দমন করতে। সরকারের লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। শিক্ষার্থীদের সহিংস আন্দোলন থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন। আপানাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যা নিরসনে আলোচনা করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ-আলোচনা করতে পারেন।

হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। সরকার এ বিষয়ে যা করণীয় সব করবে। কৃষকেরা যাতে টাকা পান, সেটি নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীরা সব জায়গায় সক্রিয় আছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য দুজন উপদেষ্টা সুনামগঞ্জে এসেছেন জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ চলছে। প্রকল্প নির্ধারণে জরিপ হচ্ছে। তবে হাওরের পানি ধীরে নামছে। কাজে যাতে দেরি না হয়, ফসল যাতে ঝুঁকিতে না পড়ে সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হবে। কাজে অনিময় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।

টাঙ্গুয়ার হাওরে নিয়ন্ত্রিত পর্যটনের কথা উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করে সব করা হবে। এজন্য প্রশাসনসহ সব দপ্তরকে কাজ করতে হবে।

হাওরের কৃষি বিষয়ে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটাও দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও লক্ষ্য রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff