কুলাউড়া প্রতিনিধি
জরায়ূ মূখ ক্যান্সার প্রতিষেধক(এইচ পি ভি) টিকাদান কর্মসুচী শতভাগ বাস্তবায়ন করায় কুলাউড়া উপজেলার ৩ টি প্রতিষ্টানকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
২৪ নভেম্বর রবিবার দুপুরে হাসপাতাল হলরুমে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:ফৌরদৌস আক্তারের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেনের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মৌলভীবাজারের কর্মকর্তা ডা:মোত্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমীক সুপারভারইজার শফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ- সভাপতি ময়নুল হক পবন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল আউয়াল, স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান, বাংলাটিলা মাদ্রাসার সুপার সৈয়দ বাহার উদ্দিন, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র নাথ ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন।
সভায় জানানো হয়, উপজেলার ২২ হাজার শিক্ষার্থীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
ইতিমধ্যে ৮৭ ভাগ অর্জিত হয়েছে। বাকি ৪ দিনের মধ্যে ৯৫ ভাগ লক্ষ্যমাত্রায় পৌছানোর লক্ষে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে। এবং শতভাগ টিকা বাস্তবায়নকৃত প্রতিষ্টান বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, বাংলাটিলা মাদ্রাসা ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। স্ব স্ব প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ সার্টিফিকেট গ্রহন করেন।
Leave a Reply