ট্রাক শ্রমিক ইউনিয়ন শাহপরাণ থানা কমিটির নির্বাচন সম্পন্ন

ট্রাক শ্রমিক ইউনিয়ন শাহপরাণ থানা কমিটির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্ট
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট ২১৫৯) এর অর্ন্তভূক্ত শাহপরাণ থানা উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর টিলাগড়ের ট্রাক স্ট্যান্ডের স্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯টি পদে মোট ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর ।

নির্বাচনে সভাপতি পদে ২৭৫ ভোট পেয়ে মো. ফুল মিয়া তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. লোকমান মিয়া ২৭১ ভোট পান।

৪০২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামাল আহমদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিনুর রহমান পান ২১৪ ভোট।

সম্পাদক পদে ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাবলা আহমদ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন আহমদ পেয়েছেন ২১৯ ভোট।

৪৫১ ভোট পেয়ে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুক মিয়া, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকলোজ মিয়া পেয়েছেন ১৫৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ মিয়া, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসান পেয়েছেন ১৮১ ভোট।

৩২০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. বাদল মিয়া, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম রহমান পেয়েছেন ২৮৮ ভোট।

সদস্য পদে মোট ৫জন প্রার্থীর মধ্যে ৩জন নির্বাচিত হয়েছে। তারা হলেন মো. আজির উদ্দিন, মো. লাহিন মিয়া ও মো. মানিক মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff