একুশে সিলেট ডেস্ক
সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকার কুমারগাঁও বাসস্ট্যান্ড গ্যাস পাম্পের সামনে থেকে মো. আমিনুল ইসলাম এক ব্যবসায়ীর সিএনজি অটোরিকশার গতিরোধ করে মোদি দোকানের মালামালসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
৩১ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটের এদিকে জালালাবাদ থানা এলাকার কুমারগাঁও বাসস্ট্যান্ড গ্যাস পাম্পের নিকট এই ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জালালাবাদ থানায় ৫ জনের নামল্লোখ করে ও ৪-৫জন অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন মোদি দোকানদার আমিনুল ইসলাম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাত অনুমান ৮টার দিকে আমিনুল টুকেরবাজার রফিক স্টোর হইতে তার মোদি দোকানের জন্য চাউল, সিগারেট, ড্রিংকস, বিস্কুট, চিপসসহ ৬৭ হাজার ৫১০ দশ টাকার মালামাল ক্রয় করেন। পরে তিনি একটি অনটেস্ট সিএনজি অটোরিকশাতে মালামাল তুলে পাঠানটুলা পল্লবী এলাকায় যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রাত ৮টা ১০ মিনিটের দিকে তিনি তেমুখী পৌঁছাইলে সেখানে কর্তব্যরত সার্জেন্ট অনটেস্ট গাড়ীটি রেকার করেন এবং ব্যবসায়ী আমিনুলের মালামালগুলো অন্য আরেকটি সিএনজি অটোরিকশায় তুলে দেন। অতঃপর রাত অনুমান ৮টা ২০মিনিটের দিকে তিনি মালামাল নিয়া জালালাবাদ থানা এলাকার কুমারগাঁও বাসস্ট্যান্ড গ্যাস পাম্পের সামনে পৌঁছামাত্র পূর্বে থেকে ওৎপেতে থাকা কয়েছ, আজিম, নাজিম, আজিজুর, আফজালসহ আরো ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমিনুল ইসলামের সিএনজি অটোরিকাশার গতিরোধ করে তার উপর হামলা চালায়। এসময় আমিনুলের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা নাজিম ছিনিয়ে নেয় এবং সিএনজি অটোরিকশায় থাকা ৬৭ হাজার ৫১০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে গুরুতর আহত ব্যবসায়ী আমিনুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা করান। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply