ডেস্ক রিপোর্ট
সুইজারল্যান্ডের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনেস্তারর প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল চারটায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফতেপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহবায়ক ও দৈনিক সোনালী কণ্ঠ’র সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা হাসান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনেস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলট’ স্টাফ রিপোর্টার ও নিউজক্লিকবিডি.কম’র নিজস্ব প্রতিবেদক নিজাম উদ্দিন টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু, দৈনিক বিজয়ের কন্ঠ’র শোয়েব রানা, গোয়াইনঘাট প্রতিদিন’র আখলাক হোসাইন, একুশে সিলেট’র গোয়াইনঘাট প্রতিনিধি নিয়াজুল ইসলাম মান্না, লাইভ অব সিলেট’র গোয়াইনঘাট প্রতিনিধি আনোয়ার হোসেন সুজন, গোয়াইঘাট ভিউ’র গোয়াইনঘাট প্রতিনিধি জাহিদুল ইসলাম জান্নাহ,সাপ্তাহিক শাহজালাল বার্তা’র গোয়াইনঘাট প্রতিনিধি কামরুল ইসলাম মিন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply