একুশে সিলেট ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি,জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্লিক বিডি’র সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জামান বলেন, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সঙ্গে কতিপয় দুষ্কৃতকারী উদ্ধত ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। আমরা এ অনভিপ্রেত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এছাড়াও তিনি তাঁর ফেইসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে লিখেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে ফ্যাসিস্ট শক্তির অসৌজন্যমূলক আচরণ :
রক্তের দাগ শুকোয়নি এখনো l মানুষ কি ভুলে গেছে কি ভাবে সাঁজোয়া যান থেকে টেনে হিচড়ে একজন শহীদের শরীর টা কে রাস্তায় ফেলে দেয়া হয়েছিলো? নিজের ঘরে যে শিশু খেলা করছিলো ঘাতকের নির্মম বুলেট তাঁর মাথা টা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলো ……সব কি ভুলে গেছো মানুষ ?
যারা মুক্তির জন্য জীবন দিলো , চিরতরে পঙ্গু হয়ে গেলো সে তো হালুয়া রুটির ভাগ নিতে আসবে না কখনো ……l
হোক আবার প্রতিবাদ l বিপ্লবীরা তো ক্লান্ত হয় না l
মিছিলে মিছিলে প্রকম্পিত হোক জনপদ l ফাসিস্টরা বুঝে নিক জেগে আছে বাংলাদেশ ll
Leave a Reply