একুশে সিলেট ডেস্ক
বুধবার দুপুরে সিএমএম কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে রিমান্ডে থাকা সময়ের লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।হাসিনা সরকারের শাসনামলে হওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বুধবার খালাস পেয়েছেন তিনি।
‘শিশুবক্তা’ মাদানীর ভাষ্যমতে, হাসিনা এবং মোদিকে খুশি করতে গিয়ে ওনিসহ অন্যান্য আলেমদেরকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন থেকে শুরু করে, ডিবিপ্রধান হারুন ও তার লোকজন দিয়ে তার জুব্বা ও লুঙ্গি খুলে মেয়েদেরকে দিয়ে তাকে জড়িয়ে ধরিয়েছিলেন।
‘শিশুবক্তা’ মাদানী অভিযোগ করে বলেন, হাসিনা সরকারের সময় আলেমদের কাউকে রিসোর্টের মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, ভাঙচুরের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো যার মূল কারণ ছিল। ছিল, কেন তারা মোদিবিরোধী কথা বলতেন কিন্তু, কেন মোদিবিরোধী আন্দোলন করতেন না।
তার বক্তব্য ২০২০ সালের উল্লেখ করে বলেন, ২০২০ সালের বক্তব্য কিন্তু গ্রেফতার করা হয় ২০২১ সালের এপ্রিলে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদানী বলেন, আমি সবসময় হক কথা, সত্য কথা বলেছি। যে সরকারই আসুক না কেন, আমি সত্য বলে যাবো।
Leave a Reply