গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সেলিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম উদ্দিন মারা যান।
নিহত সেলিম মিয়া (৩০) উপজেলার হোয়াউরা গ্রামের জুহুর আলীর ছেলে।
জানা গেছে, সোমবার (৪ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়ন জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষকারীরা। পরে আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায়
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সেলিম উদ্দিন মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সেলিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply