বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জে জন্মগত ঠোঁঁট কাটা, আংশিক নাড়িভুঁড়ি বাহিরসহ শরীরে বিভিন্ন ত্রুটি নিয়ে এক শিশুর জন্ম হয়েছে।
মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে স্থানীয় আজিজপুর উপস্বাস্থ্য কেন্দ্র এই শিশুর জন্ম হয়।
জানাযায়, নবজাতক ছেলের জন্মগত ঠোঁঁট কাটা, আংশিক নাড়িভুঁড়ি বাহির, পায়ে ১২টি ও হাতে ১২সহ মোট ২৪টি আঙুল। জন্মের পর থেকে শিশুটি স্বাভাবিক রয়েছে। তবে খাবার গ্রহন করতে পারছে না।
ব্যতিক্রমী জন্ম নেয়া শিশুর পিতা রুহেল মিয়া বালাগঞ্জের শিওরখাল গ্রামের একজন দরিদ্র শ্রমিক।
তিনি জানান, বালাগঞ্জের আজিজপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক রাতভর চেষ্টার পর আজ সকালে এই শিশুটির জন্ম হয়েছে। শিশুটির অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলেছেন সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করতে। অনেক টাকা লাগবে। আমি সহায় সম্বলহীন। আমার শিশুটির চিকিৎসার জন্য দয়াকরে সরকার, প্রবাসীসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে আল্লাহ ওয়াস্তে সাহায্য চাচ্ছি ।
আজিজপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জান্নাতুন্নেছা ফেরদৌসী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যতিক্রমী এ শিশুর জন্ম ত্রুটি। ঠিক কী কারণে এটি হয়েছে তা এই মুহূর্তে বলা কঠিন। অনেক পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। তাই শিশুকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।
Leave a Reply